যার সঙ্গ পেয়ে তুমি ভরপুর
তুমি তারই সঙ্গী।
তার রঙ্গমেলায় তোমার শান্তি
তুমি সেই সভারই মুখ্য অতিথি।
আমার দহন, সহজ ক্রন্দন,
অস্ফুট বাষার অভিলাষ
তব চরনে অর্ঘ্য স্বরূপ
কিংবা সর্বনাশ।
২০.৪.৯৯
তুমি তারই সঙ্গী।
তার রঙ্গমেলায় তোমার শান্তি
তুমি সেই সভারই মুখ্য অতিথি।
আমার দহন, সহজ ক্রন্দন,
অস্ফুট বাষার অভিলাষ
তব চরনে অর্ঘ্য স্বরূপ
কিংবা সর্বনাশ।
২০.৪.৯৯
1 comment:
I apologise, but, in my opinion, you are not right. I can prove it. Write to me in PM, we will communicate.
Post a Comment