Google

Monday, August 27, 2007

আমি চিরতরে দূরে চলে যাব



'আমি চিরতরে দূরে চলে যাব

তবু আমারে দেব না ভুলিতে.......... '


সত্যিই তিনি নিজেকে ভুলতে দেননি। আজও কোটি মানুষের অন্তরে তিনি আছেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তাঁর ৩১তম মৃত্যু বাষির্কিতে তাকে শ্রদ্ধা সহকারে স্মরন করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাকে জান্নাত দান করেন।

No comments: