আমি তো গিয়েছি জেনে প্রণয়ের দারুন আকালে
নীল নীল বনভূমি ভেতরে জন্মালে
কেউ কেউ চলে যায়,চলে যেতে হয়,
অবলীলা ক্রমে কেউ বেছে নেয় পৃথক প্লাবন,
কেউ কেউ এই ভাবে চলে যায় বুকে নিয়ে ব্যাকুল আগুন।
(হেলাল হাফিজের-"আমার কি এসে যাবে" কবিতার এ অংশ টুকু আমার খুব ভাল লাগে । )
Wednesday, July 4, 2007
Subscribe to:
Posts (Atom)